রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বার্তায় বলা হয়েছে, বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়। আজ রবিবার ২৩টি ইউনিট সকাল থেকে নিয়োজিত ছিল।
এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে কাজ করেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।
কার্গো ভিলেজে আগুন লাগার কারণে বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ। ঢাকার বদলে সব উড়োজাহাজ চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশনা দেওয়া হয়। সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাত ৯টার পর উড়োজাহাজ ওঠানামা শুরু হয়।
এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার, সিভিল অ্যাভিয়েশন, আনসারসহ ৩৫ জন আহত হন। এর মধ্যে আনসার সদস্যই রয়েছেন ২৫ জন।