শনিবার, ২২ নভেম্বর ২০২৫

পাহাড়ের মিষ্টি কমলার বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৫০

রাঙামাটির পাহাড়ি জনপদে এ বছর দেশি কমলার বাম্পার ফলন হয়েছে। উঁচু-নিচু ঢালে ছড়িয়ে থাকা কমলাবাগানগুলো এখন সবুজে ও কমলালয়ে ভরপুর। রসালো হতে আরও কিছুদিন সময় লাগলেও অনেক বাগানের কমলা ইতিমধ্যে পাকা শুরু করেছে, আর সেই পাকা ফল এখন বাজারে বিক্রি হচ্ছে।

চাষিরা জানাচ্ছেন, অনুকূল আবহাওয়া ও যত্নশীল পরিচর্যার কারণে এ বছর ফলন ভালো হয়েছে। অনেক বাগানের গাছ কমলার ভারে নুয়ে পড়েছে। নানিয়ারচর, কুতুকছড়ি, লংগদু ও কাউখালী উপজেলায় বাগানজুড়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা।

বাজারে উঠতে শুরু করেছে প্রথম দফার কমলা। গ্রামীণ হাটে বিক্রেতাদের সঙ্গে ক্রেতাদেরও ভিড় দেখা যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই মৌসুমে পাহাড়ি কমলার স্বাদ ও ঘ্রাণ অন্য যেকোনো অঞ্চলের চেয়ে আলাদা।

চাষি সুভ্র চাকমা বলেন, এ বছর ফলন ভালো হয়েছে। আগের তুলনায় দামও একটু বেশি। আবহাওয়া যদি এমনই থাকে, তবে আমাদের লাভ ভালোই হবে।

রাঙামাটির বনরূপা বাজারে এখন প্রতিদিনই কলাপাতায় মোড়ানো ঝুড়িভর্তি আধা পাকা কমলা সরবরাহ করা হচ্ছে পাইকারদের কাছে। ক্রেতারা জানাচ্ছেন, এ বছর পাহাড়ের কমলা শুধু মিষ্টি নয়, দেখতে ও গন্ধেও আকর্ষণীয়।

পাহাড়ের এই মিষ্টি কমলা এখন শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন জেলাতেও সরবরাহের প্রস্তুতি চলছে।

ভিডিও