চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে বিএনপির উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক মহা সমাবেশ। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
শাকপুরা চৌমুহনী বাজার মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল আওয়াল মঞ্জু। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম রবিউল হাসান ইকবাল এবং দক্ষিণ জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মো. জাফর, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, এবং বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লা চৌধুরী।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন—বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদুর রহমান আইয়ুব মেম্বার, দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. জাহেদ, উপজেলা বিএনপির সদস্য হাজী আবুল বশর, সাবেক সহ-সম্পাদক শওকত চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর কবির চৌধুরী, এবং সাবেক সদস্য মো. বেলাল হোসেন।
তরুণ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মেম্বার, সহ-সাধারণ সম্পাদক আবু আকতার, মো. আবছার উদ্দিন, প্রচার সম্পাদক শহীদুল আলম শহীদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেল ও হায়দার হিরু, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন কামরুল, এবং শিল্পবিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম মামুন।
স্থানীয় পর্যায়ে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ও পৌরসভা যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। নেতারা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান সংকট উত্তরণে জনগণ ঐক্যবদ্ধ। বিএনপির ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতির মুক্তির রূপরেখা। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারেই আমাদের লক্ষ্য।
মহাসমাবেশকে ঘিরে পুরো শাকপুরা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।