জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় সম্মানিত শিক্ষকবৃন্দের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় প্রতিষ্ঠানটির কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। সভার উদ্বোধন করেন মাদরাসার অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী এবং সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান।
সভা শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী। উদ্বোধনী বক্তব্যে তিনি জামেয়ার প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্য ও শিক্ষকদের ভূমিকা তুলে ধরে বলেন, “জামেয়া প্রতিষ্ঠালগ্ন থেকে জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে।”
প্রধান অতিথি মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা বলেন, ‘কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং এই জামেয়া একই পরিবারের অংশ। মাদরাসা শিক্ষার উন্নয়নে আমরা একসাথে কাজ করছি। শিক্ষকরা শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষেই নয়, তাদের জীবনের পরামর্শদাতা হিসেবেও পাশে থাকবেন— এটাই প্রত্যাশা। জামেয়ার শিক্ষাগত অগ্রগতি প্রশংসনীয়; ভবিষ্যতে এটি আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।’
সভাপতির বক্তব্যে প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান বলেন, বর্তমানে জামেয়ায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। মাদরাসার সব কার্যক্রম এখন অনলাইনভিত্তিকভাবে পরিচালিত হয়। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে আমরা শিক্ষক, অভিভাবক ও ট্রাস্টের সদস্যদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছি। মাদরাসার অবকাঠামোগত উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
সভায় শিক্ষক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।