শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সভাপতি মিয়াজী, সম্পাদক রানা

ওমানে বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়বাদী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৫

বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়বাদী ফোরাম ওমান কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ওমানের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।

ফোরামের তৃতীয় মেয়াদের জন্য ২৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ রাশেদুল ইসলাম মিয়াজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ আলী আজগর রানা।

কমিটির কার্যকরী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে এবং উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আলম, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সেলিম। ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপদেষ্টা নাজিম। এছাড়া কার্যকরী পরিষদের সদস্য আবু বক্কর, মামুন, নূর মোহাম্মদ, রানা, আমান, পারভেজ, মিয়াজী ও ইমামসহ অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম মিয়াজী বলেন, ‘আমরা প্রবাসে থেকেও আমাদের প্রিয় রাঙ্গুনিয়ার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করে তোলা হবে।’

সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আজগর রানা বলেন, ‘বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়বাদী ফোরাম ওমান একটি পরিবার। প্রবাসে থেকেও আমরা দেশ ও এলাকার উন্নয়নের স্বার্থে কাজ চালিয়ে যাব। তরুণ প্রজন্মকে যুক্ত করে সংগঠনকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’

সভায় বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ, প্রবাস ও সংগঠনের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ভিডিও