বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ও ন্যায়ের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনই এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন,বাংলাদেশ একটি ধর্মপ্রাণ দেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা হলে সমাজে বিভেদ সৃষ্টি হয় এটা কারো জন্যই শুভ নয়।
তিনি আরও বলেন,বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা সব সময় ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের রাজনীতি ধর্মকে হাতিয়ার করে নয়, ন্যায়ের ভিত্তিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।
সাবেক এই মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও অপপ্রচার দেশের স্থিতিশীলতা নষ্ট করে। আমরা চাই, দেশের তরুণ প্রজন্ম গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে বিশ্বাস রাখুক, যেন কেউ ধর্ম বা মতের পার্থক্য সৃষ্টি করে জাতিকে বিভক্ত করতে না পারে।
তিনি আরও বলেন, আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে। এতে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। মাদ্রাসা পরিদর্শনকালে সালাহউদ্দিন আহমদ শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলেমদের কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়ার যুগ্ন আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, রেজাউল করিম নেছার, সাইফুদ্দীন সালাম মিঠু,খোরশেদ আলম,গাজী আবু তাহের,বদরুল খায়ের চৌধুরী,গাজী মনির, তারেক রহমান, এস এম নয়ন সহ বিএনপির জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।
পরে দুপুরে তিনি দেশের অন্যতম বৃহৎ কওমী প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে তিনি প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক (রহ.)-এর কবর জিয়ারত করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।