শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন

অবৈধ অস্ত্র উদ্ধার ও পাহাড়ে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৫

‘আমার পাহাড়— আমার জীবন’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদদের (কেন্দ্রীয় কমিটি) সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন মো. আলমগীর কবির, মহাসচিব, এবং মো. আনিসুজ্জামান ডালিম, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন মো. আবদুল কাইয়ুম, সভাপতি, বাঘাইছড়ি উপজেলা নাগরিক পরিষদ এবং সঞ্চালনায় ছিলেন মো. মোক্তার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক।

বক্তারা বলেন, নাগরিক পরিষদ পাহাড়ি ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতি, শান্তি ও উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। তারা অভিযোগ করে বলেন, ১৯৯৭ সালের পার্বত্য শান্তিচুক্তি ‘কালো চুক্তি’তে পরিণত হয়েছে, যা পাহাড়ে স্থায়ী শান্তি আনতে ব্যর্থ। বক্তারা পাহাড় থেকে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।

তারা আরও বলেন, পাহাড়ের বাঙালিরা দীর্ঘদিন ধরে শিক্ষা, চাকরি ও প্রশাসনিক সুযোগ থেকে বঞ্চিত। বক্তাদের দাবি, পাহাড়ে বসবাসরত সব নাগরিকের সমান সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।

সম্মেলনে ভারতীয় যোগসাজশে পাহাড় অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ এনে বক্তারা বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় প্রয়োজনে আবারও সংগ্রামে নামতে প্রস্তুত নাগরিক পরিষদ।

শেষে বাঘাইছড়ি উপজেলা নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হন মো. মোক্তার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মো. আবছার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন মাসুদ। বাঘাইছড়ি পৌর নাগরিক পরিষদের সভাপতি হন মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান।

আয়োজকরা জানান, সংগঠনটি আগামীতেও পাহাড়ে অবৈধ অস্ত্র নির্মূল, শান্তি প্রতিষ্ঠা ও নাগরিক অধিকারের জন্য কাজ চালিয়ে যাবে।

ভিডিও