শনিবার, ২২ নভেম্বর ২০২৫

পুলিশ পরিচয়ে বোয়ালখালীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০৭

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ঘোষখীল এলাকার আছদ আলী তালুকদার পাড়ার আবুল কাসেম ও কামরুল ইসলামের ঘরে এ ঘটনা ঘটে।

আবুল কাসেমের জামাতা মো. মুন্না জানান, রাত ১টার দিকে ১২–১৩ জনের একটি দল হাইস গাড়িতে করে এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তল্লাশির কথা বলে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা ও ৫টি মোবাইল ফোন লুট করে নেয়। পরে ৯৯৯–এ ফোন করলেও পুলিশের পৌঁছানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়।

একইভাবে পাশের ঘরে কামরুল ইসলামের পরিবারের ওপরও হামলা চালায় তারা। কামরুলের আত্মীয় আবু সুফিয়ান শাওন জানান, ডাকাতরা ওই ঘর থেকে ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার, ২টি আংটি, ৫ জোড়া দুল এবং নির্মাণাধীন ঘরের কাজের জন্য রাখা নগদ টাকা লুট করে নেয়।

ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন হেলাল বলেন, ‘গতরাতে আমি এলাকায় ছিলাম না, তাই বিস্তারিত কিছু জানি না।’

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভিডিও