শনিবার, ২২ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় বিষ্ফোরক মামলার আসামী সেলিম মেম্বার আটক

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের হওয়া বিষ্ফোরক মামলার আসামী কলাউজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সেলিম উদ্দীনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) বাদ আছর নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা আদারচর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম উদ্দীন ওই এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদুল ইসলাম।

এ বিষয়ে কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু বলেন, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার সেলিম উদ্দীনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা থাকায় পুলিশ তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

থানা সূত্রে জানা গেছে, আটক সেলিম মেম্বারকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

ভিডিও