ঢাকার কনসার্টে পাকিস্তানের শিল্পী আতিফ আসলাম

ঢাকায়ম্যাজিক্যাল নাইট .কনসার্টে টানা তিন ঘন্টা পারফর্ম করে দর্শকশ্রোতাদের সুরের সন্ধ্যা উপহার দিয়েছেন পাকিস্তানের তারকা শিল্পী আতিফ আসলাম। রাত টা ৪০ মিনিটে মঞ্চে উঠে পারফর্ম শুরু করে শেষ করেছেন রাত ১১ টা ৪০ মিনিটে। 

তিন ঘন্টায় প্রায় ৪০টির মতো গান গেয়েছেন শিল্পী। আতিফের গান শুনে মুগ্ধতা প্রকাশ করে ৪৫ বছর বয়সী লুবনা কাদের গ্লিটজকে বলেনকনসার্ট খুব ভালো লেগেছে। শুক্রবার বিকেল টায় আর্মি স্টেডিয়ামে কাকতাল ব্যান্ডের গান পরিবেশনা দিয়ে শুরু হয় কনসার্ট।

এরপর ৬টা ৫০ মিনিটে মঞ্চে আসেন পাকিস্তানের শিল্পী আবদুল হান্নান।ইরাদেগান দিয়ে পারফর্ম শেষ করে দর্শকের উদ্দেশ্যে শিল্পী বলেনআমার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো এটি। কনসার্টের মূল আকর্ষণ আতিফ আসলাম হলেও অন্যতম আকর্ষণ ছিলেন তাহসান খান। রাত টার দিকে স্টেজে উঠেন তাহসান।

স্টেজে উঠেই দর্শকদের উদ্দেশে তাহসান বলেনআমাকে কী শোনা যাচ্ছেসেই টেকনাফ থেকে তেঁতুলিয়াআজ থেকে ২২ বছর আগে আপনাদের যেমন ভালোবাসা পেয়ে এসেছি এখনো কী তেমনভাবেই ভালোবাসেনযদি ভালোবেসে থাকেন তাহলে ২০০২ সালে আমার গাওয়াএখনোগান দিয়ে শুরু করলাম। রাত টা ৪০ মিনিটের দিকে গান গাইতে গাইতে মঞ্চে উঠেন আতিফ।তু চাহিয়েগান দিয়ে পারফর্ম শুরু করেন।

গানটি শেষে দর্শকের উদ্দেশে আতিফ বলেনবাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোমআমি অপেক্ষায় থাকি এখানকার দর্শকের ভালোবাসা নেওয়ার জন্য। এরপর আতিফ গানের পাশাপাশি ভক্তদের আব্দার মেনে প্ল্যাকার্ডছবি টি শার্টে নিজের স্বাক্ষর দিয়েছেন শিল্পী। ১০ মিনিট গিটার বাজিয়েও মাতিয়ে রেখেছেন পুরো স্টেডিয়াম। গিটার বাজানো শেষে আবার গান শুরু করেন।