চট্টগ্রামের পটিয়ায় ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’— এই স্লোগানকে সামনে রেখে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পটিয়া পৌরসভা এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।
থানার মোড় থেকে কামাল বাজার পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং গণসংযোগ চালান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, মোজাম্মেল হক, মইনুল আলম ছোটন, শাহজাহান চৌধুরী, মীর জাকির, রিপন, রিকু, ফরিদ ও মিজানসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি এনামুল হক এনাম বলেন, ‘বিএনপির ৩১ দফা কোনো রাজনৈতিক কৌশল নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। দেশের বর্তমান সংকটের মূল কারণ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, দমন-পীড়ন ও লুটপাট।’
তিনি আরও বলেন, ‘দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন— এই আহ্বানই আজকের কর্মসূচির মূল বার্তা।’
লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীরা পটিয়া পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।