শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বাঁশখালীতে বাগানের গাছ কাটা নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, কাটা গাছ জব্দ

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৩৮

চট্টগ্রামের বাঁশখালীতে বাগানের গাছ কাটা নিয়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং গাছ কাটা বন্ধ করে দেয়। এছাড়া কাটা গাছের টুকরোগুলো জব্দ করে স্থানীয় আবু সিদ্দিকের কাছে রাখা হয়। পুলিশ দু’পক্ষকে বসে বিষয়টি মীমাংসার পরামর্শ দেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের পূর্ব বৈলগাঁ এলাকায়।

স্থানীয় বোরহান উদ্দিন অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধো আব্দুল মান্নানের মালিকানাধীন বাগান থেকে মিজান ও কামাল উদ্দীনের নেতৃত্বে শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে।

অপরদিকে কামাল উদ্দীন উল্টো দাবি করেন, বোরহানের অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, মিজানের কোনো সম্পৃক্ততা নেই। মূলত গাছ বাগানটি আমাদের, আব্দুল মান্নানের নয়। প্রয়োজন অনুযায়ী বাগান থেকে গাছ কেটেছি।

মিজান আরও জানান, বাগানটি কামালদের মালিকানাধীন। আমি কোনো গাছ কাটি নাই। কিন্তু বোরহান আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানোর চেষ্টা করছেন। মূলত বাগান মালিক কামাল উদ্দীন যখন গাছ কাটতে গেছেন, তখন স্থানীয় কিছু লোক তার কাছ থেকে চাঁদাদাবি করেছেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা তাকে বাধা দিয়েছে, আমি ঘটনাস্থলে যাই।

সরেজমিনে দেখা যায় তিনটি গাছ কাটা হয়েছে। কাটা গাছের টুকরোগুলো পুলিশ জব্দ করে আবু সিদ্দিকের জিম্মায় রাখা হয়েছে। স্থানীয়রা জানান, এই জায়গাটি গত ২০-২৫ বছর ধরে কামাল উদ্দীনের ভোগ দখলে রয়েছে। এখন প্রতিপক্ষের লোকেরা গাছ কাটতে বাধা দিচ্ছে। পরে পুলিশ এসে কাটা গাছ বন্ধ করে দেয় এবং সেগুলো জিম্মায় রাখে।

রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবুল বলেন, গাছ কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে কাটা গাছ বন্ধ করা হয়েছে এবং স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। দু’পক্ষকে বসে বিরোধ মীমাংসার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিডিও