বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ ফরিদুল আলম-এর উদ্যোগে জঙ্গল খাইন ইউনিয়নে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প।
শুক্রবার সকাল ৯টা থেকে জঙ্গল খাইন ইউনিয়নের নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষেরা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জঙ্গল খাইন ইউনিয়ন জামায়াত সভাপতি জাকির হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন মহিউদ্দিন মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজনেস ফোরামের সভাপতি মুহাম্মদ শাহজাহান মহিউদ্দিন, পটিয়া উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ জসীম উদ্দিন, নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন আয়োজক ও প্রধান অতিথি ডা. মোহাম্মদ ফরিদুল আলম, যিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্ট মেম্বার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আমি একজন মানবিক ডাক্তার হিসেবে সমাজের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরকার গঠন হলে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু, চর্মরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৮ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এলাকাবাসী এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।