রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ফোক ক্লক উৎসব

বিশ্বমঞ্চে বাংলার লোকজ সংস্কৃতির জয়ধ্বনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৬:৪৩

ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৃত্য ও সঙ্গীত উৎসব ‘Folk Clock 3.0’-এ বাংলাদেশ চ্যাপ্টার অর্জন করেছে ১ম রানার আপ শিরোপা। ICCR (Indian Council for Cultural Relations)-এর সহযোগিতায় আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হয় গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের Block D1 প্রাঙ্গণে। ‘23 Nations, One Rhythm’ শিরোনামে আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবে অংশ নেয় ২৩টি দেশের শিক্ষার্থী।

বাংলাদেশ দল তাদের ঐতিহ্যবাহী পোশাক, সুর ও নৃত্যের প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরে। পরিবেশনার প্রতিটি মুহূর্তে ফুটে ওঠে দেশের ঐতিহ্য, আনন্দ ও ঐক্যের বার্তা। দর্শক ও বিচারক মণ্ডলী বাংলাদেশের পরিবেশনায় মুগ্ধ হয়ে প্রশংসা করেন।

বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য অর্ণব দাশ বলেন, ‘এই অর্জন বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার এক অনন্য সুযোগ। দেশের প্রতিনিধিত্ব করে এই স্বীকৃতি অর্জন করতে পারা আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।’

আয়োজক কমিটি বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে জানায়, ‘তাদের নাচ ও উপস্থাপনা ছিল ঐক্য, ঐতিহ্য এবং আবেগের এক সুন্দর প্রকাশ।’

ICCR-এর সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবের মূল লক্ষ্য ছিল বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐক্য, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা ছড়িয়ে দেওয়া।
বাংলাদেশ চ্যাপ্টারের এই সাফল্য শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়ের এক গর্বিত প্রতিফলন।

ভিডিও