চট্টগ্রাম-০৫ হাটহাজারী আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় এগিয়ে সাবেক জাতীয় গোল্ড মেডেল প্রাপ্ত তারকা ফুটবলার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য ক্রীড়াবিদ জাহিদ পারভেজ চৌধুরী। এ উপজেলার জাতীয় ক্রীড়াঙ্গনের সাবেক-বর্তমান মিলিয়ে প্রথম তারকা হিসেবে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তার আলাদা পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে।
২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে দেখতে গিয়ে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মাঝে জাহিদ পারভেজ চৌধুরী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
জানা গেছে, পরবর্তীতে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও অভ্যুত্থান পরবর্তী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে জেলা ও বিভাগ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জাহিদ পারভেজ। জেলা ও বিভাগীয় পর্যায়ে জিয়া ক্রিকেট ও আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট, ফুটসাল টুর্নামেন্টসহ বিভিন্ন টুর্নামেন্ট সুনামের সহিত পরিচালনা করেছেন এবং করে যাচ্ছেন এই জাতীয়তাবাদী আদর্শের নির্ভিক সৈনিক।
ইতিমধ্যে উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠানে যোগ দিয়ে দোয়া চেয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।দলীয় নেতাকর্মীদের নিয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা তার রাজনীতির অন্যতম ইতিবাচক দিক হিসেবে পুরো হটাহাজারীজুড়ে সমাদৃত।
ইউনিয়ন পর্যায়ে তরুণদের নিয়ে ‘নতুন কুড়ি’ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ছাত্র ও যুবকদের মাঝে দলীয় থিমস তুলে ধরতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জাহিদ পারভেজ। তৃণমূলের প্রত্যাশা- একজন তরুণ রাজনীতিবিদ ও সফল ক্রীড়াবিদ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০৫ হাটহাজারী আসনে জাহিদ পারভেজ চৌধুরীকে ধানের শীষ তুলে দেবেন দলের হাইকমান্ড।