চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল আজিজ প্রকাশ মানিক (২৬) রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে ব্যবসায়ী মানিক রানীরহাট বাজারে যাওয়ার পথে গাবতল এলাকায় পৌঁছালে স্থানীয় মো. শাহিন (৩০) তার গতিরোধ করে ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে শাহিন প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে একই দিন রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে, বাড়ি ফেরার সময় মানিক গাবতল বাজার ব্রিজ এলাকায় পৌঁছালে শাহিনসহ আরও তিনজন— রুমন (৩৫), জয়নাল (৪০) ও সাব্বির (২৭)— লাঠি নিয়ে হামলা চালান। তারা পুনরায় চাঁদা দাবি করে ব্যর্থ হলে মানিকের মাথা ও বাম কানে আঘাত করে গুরুতর জখম করেন।
আহত মানিক আত্মচিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা গালাগাল ও হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মানিককে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তারা পুনরায় হামলা চালাতে পারে এবং প্রাণনাশের আশঙ্কা রয়েছে। তারা দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার বলেন, ‘অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’