শনিবার, ২২ নভেম্বর ২০২৫

নোবেল পুরস্কার পাচ্ছেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ অক্টোবর ২০২৫, ০২:৫৬

শান্তিতে নোবেল পুরস্কার কে পাচ্ছেন তা জানতে আর একটা দিনের অপেক্ষা। নরওয়ের নোবেল কমিটি আগামীকাল শুক্রবার বিজয়ীর নাম ঘোষণা করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন না সে বিষয়টা প্রায় নিশ্চিত। যদিও ট্রাম্প নিজেকে এর উপযুক্ত দাবিদার বলে মনে করেন।

ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি সংঘাত সমাধান করেছেন, তবে বিশেষজ্ঞরা একমত- এ বছর তিনি নোবেল পাচ্ছেন না। সুইডেনের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পিটার ভ্যালেনস্টিন বলেন, ‘না, এ বছর ট্রাম্প নোবেল পাবেন না; হয়তো পরের বছর।’

বিশ্ব বর্তমানে ভয়াবহ সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের তথ্যভান্ডার অনুযায়ী, ২০২৪ সালে রাষ্ট্র-সম্পৃক্ত সশস্ত্র সংঘাতের সংখ্যা ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি।

অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগার মনে করেন, ট্রাম্পের নীতি নোবেলের মূল উদ্দেশ্য- আন্তর্জাতিক সহযোগিতা ও নিরস্ত্রীকরণের বিরোধী। তিনি যুক্তরাষ্ট্রকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে সরিয়ে নিয়েছেন, বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন এবং অভ্যন্তরীণভাবে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন।

নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াতনে ফ্রিডনেস বলেছেন, ‘আমরা কোনো ব্যক্তির সামগ্রিক ভূমিকা দেখি; শান্তির জন্য বাস্তব অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এ বছর ৩৩৮ ব্যক্তি ও সংস্থা মনোনয়ন পেয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন সুদানের ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’, রুশ নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউএনএইচসিআর এবং সংবাদ মাধ্যম রক্ষাকারী সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স।

বিশ্লেষকদের ধারণা, এ বছর কমিটি বিতর্কমুক্ত ও মানবিক কাজের জন্য নিবেদিত কোনো ব্যক্তি বা সংস্থাকেই বেছে নেবে।

নোবেল কমিটি চাইলে বর্তমান বিশ্বব্যবস্থার প্রতি তাদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করতে পারে। ট্রাম্পের কারণে বর্তমানে এটি চ্যালেঞ্জের মুখে রয়েছে। সে ক্ষেত্রে পুরস্কার যেতে পারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের হাতে অথবা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কিংবা ফিলিস্তিনের সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএর মতো সংস্থার কাছে।

ভিডিও