রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে ঘটেছে এক নজিরবিহীন চুরির ঘটনা। বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে অজ্ঞাত চোরচক্র বোরকা পরে মলে প্রবেশ করে দোকানের শাটারের তালা কেটে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঘটনাটি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক। তিনি জানান, চোরচক্র রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্সে প্রবেশ করে শাটারের তালা ভেঙে ভেতরের স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। সিআইডির টিমও ঘটনাস্থলে তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে দেখা গেছে, দু’জন চোর বোরকা পরে ফরচুন শপিং মলে ঢুকে এ চুরি সংঘটিত করে। ফুটেজে দেখা যায়, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে দোকানের তালা কেটে ঢোকে এবং কিছুক্ষণের মধ্যেই স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়।
দোকানের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, ‘আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণ ছিল। এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব এবং ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এছাড়া প্রায় ৪০ হাজার টাকা নগদও চুরি হয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে দারোয়ানের ফোন পেয়ে এসে দেখি দোকানে কিছুই নেই।’
পুলিশ এখনো স্বর্ণের পরিমাণ যাচাই করছে। তবে তারা বলছে, ঘটনাটি ‘বড় ধরনের পরিকল্পিত চুরি’। দ্রুত চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে গত রোববার রাজধানীর যাত্রাবাড়ীতে আরেকটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে ১২৫ ভরি স্বর্ণ ও প্রায় পৌনে ৩ লাখ টাকা চুরি হয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে রাজধানীতে দুটি বড় স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী মহলে।