শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের

‘সত্য প্রকাশে বাধা সহ্য করা হবে না’— রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হুঁশিয়ারি

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ৮ অক্টোবর ২০২৫, ১০:২৭
সীতাকুন্ডসহ দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের প্রতিবাদ সভা

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের ওপর সরাসরি হুমকি। সাম্প্রতিক সময়ে সীতাকুন্ডসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বড় হুমকি।

বক্তারা অবিলম্বে সীতাকুন্ডের ঘটনায় জড়িত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, যুগ্ম সম্পাদক এম মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, এবং সদস্য তৈয়্যবুল ইসলাম, ইসমাইল হোসেন নয়ন ও জাহেদ হাছান তালুকদার।

ভিডিও