চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের মেহেরবর পাড়া এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন— নাজমা আক্তার (২৩) ও তাঁর দুই শিশু সন্তান আবদুল্লাহ (৩) ও ইমতিয়াজ (১)। আহত নাজমা আক্তার ওই এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী।
শাহাদাত হোসেনের ভাই আরিফ হোসেন জানান, ঘটনার সময় নাজমা আক্তার দুই শিশুকে নিয়ে বাড়ির ছাদে কাজ করছিলেন। হঠাৎ ছাদের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার থেকে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে ও ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি–১ লোহাগাড়া এলাকার পরিচালক এটিএম জাহেদ চৌধুরী ও ডিজিএম মোহাম্মদ রফিকুল ইসলাম খান।
পরিদর্শন শেষে এটিএম জাহেদ চৌধুরী বলেন, ‘আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’