শনিবার, ২২ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের পাঁচজন

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৮ অক্টোবর ২০২৫, ০৯:৩২

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সবার বাড়ি নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে বলে জানা গেছে। তারা সাগরে মাছ ধরে ফিরছিলেন।

স্থানীয় প্রবাসীদের বরাতে জানা গেছে, দুকুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান।

ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।

নিহতদের পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু এবং রকি।

ভিডিও