শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রোহিঙ্গা যুবক এনআইডি বানিয়ে সরকারি দপ্তরে চাকরি, চাঁদা দাবির অভিযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৮ অক্টোবর ২০২৫, ০৫:১৭

কক্সবাজারের সেন্টমার্টিনের রোহিঙ্গা যুবক আব্দুল আজিজ বাংলাদেশি এনআইডি বানিয়ে সরকারি দপ্তরে কাজ করছেন। আব্দুল আজিজকে ২০১৭ সালে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়, যেখানে বাবার নাম আলী আহমদ ও মায়ের নাম নুর নাহার উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং কর্মী হিসেবে সেন্টমার্টিনে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল আজিজ সড়ক নির্মাণে ঠিকাদারদের কাছে চাঁদা দাবির অভিযোগেও জড়িত। স্থানীয় একাধিক বাসিন্দা বলছেন, আজিজ রোহিঙ্গা হলেও প্রভাবশালী মহলের সহায়তায় এনআইডি নিয়ে সরকারি প্রতিষ্ঠানে কাজ করছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ভুল তথ্য দিয়ে এনআইডি তৈরি অপরাধ। চাঁদা দাবির বিষয় খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

ভিডিও