কক্সবাজারের উখিয়া উপজেলার সুপারি এবার দেশের বিভিন্ন প্রান্তে রফতানি হচ্ছে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, লাল টুকটুকে উখিয়ার সুপারি মানেই স্বাদ, আকার ও রঙে বিশেষ।
উখিয়ার রুমখাঁ মনির মার্কেট সবচেয়ে ব্যস্ত হাট। যেখানে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়। এখান থেকে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা সহ দেশজুড়ে সরবরাহ হয়।
স্থানীয় কৃষক মো. শাহ আলম বলেন, এবার ফলন খুব ভালো। দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা আসছে, তাই ন্যায্যমূল্যে বিক্রি করতে পারছি। মার্কেট ব্যবসায়ী রশিদ সওদাগর যোগ করেন, উখিয়ার সুপারি বড়, উজ্জ্বল এবং স্বাদে ভিন্ন। তাই সারাদেশে এর সুনাম রয়েছে।
সুপারি ব্যবসা শুধু কৃষকদের জীবনযাত্রা উন্নত করছে না, বরং স্থানীয় অর্থনীতিকেও নতুন উদ্দীপনা দিচ্ছে। রুমখাঁ মনির মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কফিল উদ্দিন বলেন, এটি শুধু সুপারির কেন্দ্র নয়, উখিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্রও।
উখিয়ার সুপারি এখন কৃষিনির্ভর অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, যেখানে প্রতিটি মৌসুমে হাজারো পরিবার সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত থাকে।