চট্টগ্রামের কর্ণফুলীতে মেয়াদোত্তীর্ণ ও মূল্যতালিকাবিহীন পণ্য বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনের নেতৃত্বে শিকলবাহা কলেজ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স ইকবাল স্টোরকে ৫ হাজার টাকা এবং মেসার্স নমেয়া স্টোরকে ৪ হাজার টাকা, মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা আরোপ করা হয়েছে। এ সময় দোকানিদের প্রতিদিনের হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং বিদেশি পণ্যে আমদানিকারক ও পরিবেশকের মূল্যসংবলিত স্টিকার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
অভিযানে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সহায়তা প্রদান করে।