শনিবার, ২২ নভেম্বর ২০২৫

নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি ও আহরণে কঠোর অবস্থানে কর্ণফুলী উপজেলা প্রশাসন

কর্ণফুলী প্রতিনিধি

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৮

মা ইলিশ সংরক্ষণ অভিযানকে ঘিরে কর্ণফুলীতে শুরু হয়েছে কঠোর নজরদারি। সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন। সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম এবং কর্ণফুলী থানা পুলিশের একটি টিম।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়–বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশের প্রজনন রক্ষায় এই সময়কালকে ‘নিষিদ্ধ মৌসুম’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও