শনিবার, ২২ নভেম্বর ২০২৫

জ্ঞান, চরিত্র ও মানবিক গুণই মানুষের আসল পরিচয় : আসলাম চৌধুরী

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ০৭:২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন আসলাম চৌধুরী বলেছেন, মানুষের আসল পরিচয় তার জ্ঞান, চরিত্র ও মানবিক গুণে। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়, মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘মেধা অন্বেষণ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’র প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশে লায়ন আসলাম চৌধুরী বলেন, “সন্তানকে ভালোবাসা ও শাসনের মাধ্যমে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দশম শ্রেণি পর্যন্ত তাদের হাতে মোবাইল ফোন না দেওয়াই শ্রেয়।”

প্রখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের জীবনাদর্শের উদাহরণ টেনে তিনি বলেন, ‘জীবনে সফলতা আসে জ্ঞান, অধ্যবসায় ও সৎ চরিত্রের মাধ্যমে। এগুলো অর্জন করতে পারলেই একজন মানুষ সমাজ ও জাতির জন্য অনুকরণীয় হয়ে উঠতে পারে।’

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হয়। এমন শিক্ষাবান্ধব আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মো. মুফিদুল ইসলাম মামুন, সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেল।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাশেদুল হাসান ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলাউদ্দিন।

এছাড়া বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজমুল আজম চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুর সাত্তার, মহসিন কবির চৌধুরী, আনোয়ারুল আজিম, ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।

অনুষ্ঠানের আগে উপজেলার ২০টি বিদ্যালয় ও মাদ্রাসার ৬৯১ জন শিক্ষার্থী ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’তে অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার, মেধাবৃত্তির সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

ভিডিও