শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বিএসএএ নির্বাচন : পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা দিয়েছে ঐক্য পরিষদ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ১১:২৭

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর ২০২৫–২৭ মেয়াদের নির্বাচন আগামী ৯ অক্টোবর চট্টগ্রামের টাইগার পাসস্থ নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী।

ঐক্য পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল হিসেবে ২৪টি পদের জন্য প্রার্থী ঘোষণা করেছে। অপরদিকে, সম্মিলিত পরিষদ প্রার্থী সংকটে মাত্র ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এমনকি তাদের চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ইকবাল চৌধুরী আবিরও নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরপর দুই মেয়াদে পরিচালনা পর্ষদে থাকা সদস্যরা এবারে প্রার্থী হতে পারবেন না। এই বিধানেই সম্মিলিত পরিষদের গত বোর্ডের ২৪ জন পরিচালকের মধ্যে ২২ জন অযোগ্য হয়ে পড়েন। ফলে তারা পূর্ণাঙ্গ প্যানেল দিতে ব্যর্থ হন।

চেয়ারম্যান পদে প্রার্থী ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী (নাফ মেরিন সার্ভিস), সিনিয়র ভাইস চেয়ারম্যান আজিম রহিম চৌধুরী (কে এম সি শিপিং লাইন) ও মো. আলী আকবর (সেভেন সীজ শিপিং লাইনস), ভাইস চেয়ারম্যান পদে মো. মশিউল আলম স্বপন (এ.এ. শিপিং সার্ভিসেস) এবং ক্যাপ্টেন মো. আলাউদ্দিন আল আজাদ (মার্স শিপিং অ্যান্ড লজিস্টিকস)।

পরিচালক (জেনারেল ক্যাটাগরি): ক্যাপ্টেন মোহাম্মদ আলী, অঞ্জন মজুমদার, কাজী মনসুর উদ্দীন, সরফরাজ কাদের (রাশেল), মো. দিদারুল আলম চৌধুরী, মো. আনোয়ার হোসেন খান (হাসান), মো. আব্দুল কুদ্দুস, প্রফেসর নূর উন নবী (ইমরান), এস এম আনামুল করিম, আকিব হাসনাত সামসী, মো. শফিউল আলম, এ.টি.এম. জহিরুল ইসলাম, মো. আনোয়ারুল কবির।

পরিচালক (অ্যাসোসিয়েট ক্যাটাগরি): মুয়াম্মার আহমেদ, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ শাহীন, ফরহাদুল আলম চৌধুরী, মো. মনসুর আলী ও মাসুদ আহমেদ।

ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, ‘অভিজ্ঞতা, সততা ও ঐক্যের ভিত্তিতে গঠিত এই প্যানেল বিএসএএ সদস্যদের স্বার্থ রক্ষায় এবং সংগঠনের কার্যক্রমে নতুন গতি আনবে।’

সম্মিলিত পরিষদের সীমিত প্রার্থী তালিকা—
চেয়ারম্যান পদে আহসান ইকবাল চৌধুরী আবির (ইন্টারমডেল পিটিই লিমিটেড), সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল মালেক (বেঙ্গল শিপিং লাইন) ও জহুর আহমেদ (সীকম শিপিং লাইনস), ভাইস চেয়ারম্যান পদে আকতার কামাল চৌধুরী (সিনোবেন শিপিং কো. লি.)।

পরিচালক (জেনারেল ক্যাটাগরি): মো. তোহিদুল ইসলাম, আহমেদ তাসিন আসাদুল্লাহ, মো. শহীদ উল্লাহ চৌধুরী। পরিচালক (অ্যাসোসিয়েট ক্যাটাগরি): জুনাইদ আহমেদ রাহাত।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী (ভেগা মেরিন প্রা. লি.)।

শিপিং খাতের সংশ্লিষ্টদের দাবি, সম্মিলিত পরিষদের দীর্ঘদিনের নেতৃত্বে থাকা আরিফ ও তার সহযোগীরা অ্যাসোসিয়েশনকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। এবার ঐক্য পরিষদ শক্তিশালীভাবে মাঠে নামায় তারা বিপাকে পড়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশাসক বসানোর জন্য মিথ্যা অভিযোগ দিয়ে ব্যর্থ হওয়ার পর তারা নির্বাচনী প্রক্রিয়া বানচালের অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ উঠেছে।

ঐক্য পরিষদের এক প্রার্থী বলেন, ‘আমরা বিশ্বাস করি সদস্যরা ঐক্য, সততা ও পরিবর্তনের প্রতীক ‘ঐক্য পরিষদ’-এর পক্ষে রায় দেবেন।’

ভিডিও