খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে আগুন লেগে ইসমাইল মার্কেটসহ ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার রাত পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্থ ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মটর গ্যারেজ, ইলেকট্রনিক্স, ফার্নিচার ও মুদি মালের দোকান।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রোববার রাত আনুমানিক পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগড় ও মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা এসে কাজ করেন। রাত প্রায় ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ওয়ার্কশপ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার পরপরই সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের কমান্ডার কর্ণেল ইসমাইল সামস আজিজি ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।