দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন লোহাগাড়া উপজেলা উন্নয়ন সংঘর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) লোহাগাড়া উপজেলা সম্মেলন কক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. দাউদ হোসেন মানিকের সভাপতিত্বে এই আয়োজন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফাহাদ চৌধুরী ও রাকিবুল হাসান। সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ বোরহানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, তৌহিদুল ইসলাম আফনান, মো. তারেক হোসেন, আব্দুল্লাহ সাদমান, শহিদুল ইসলাম, রাশেদ উদ্দিন, মো. সায়েম, আয়াত হোসাইন, তৌহিদ তালুকদার, তাহমিদ হাছান, আকরামুল হাসনাত, নিলয় হাছান, নুরুল কাদের, মুমিনুক হক সিফাত, আজিজুল হক জয়নালসহ প্রমূখ।
সভাপতির বক্তব্যে মো. দাউদ হোসেন মানিক জানান, দীর্ঘ ১ বছর অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা এ পর্যন্ত সফলভাবে এসেছি। এতে প্রত্যেকের অবদান অনস্বীকার্য। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আরও সুন্দরভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও পরামর্শ দেন তিনি।