শনিবার, ২২ নভেম্বর ২০২৫

কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে মা-ছেলের মৃত্যু, নিখোঁজ ১

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ : ১ অক্টোবর ২০২৫, ০৫:০৮

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে চারজন নিখোঁজের ঘটনা ঘটে। এ ঘটনায় সালমা বেগম (৪০) ও রানা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নৌকা ডুবিতে শিরিনা বেগম নামের এক গৃহবধূকে জীবিত উদ্ধার করা হলেও এখনো তার ৫ বছরের শিশু মাসুম নিখোঁজ রয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে হঠাৎ তীব্র ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকা তলিয়ে গেলে দুর্ঘটনার স্বীকার হন তারা। মৃত ও নিখোঁজ সকে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শী আছির উদ্দীন জানান, স্ত্রী সন্তান ও তার ছোট ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে যান গুলশাখালী। সেখান থেকে ফেরার পথে এঘটনা ঘটে।

এ বিষয়ে লংগদু ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী জানান, ‘আমাদের ডুবরি দল রাঙামাটি থেকে সকালে এসে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ নারী ও শিশুর মধ্যে শিরিনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ চলছে।’

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন জানান, মঙ্গলবার রাতে আকস্মিক ঝোড়ো বাতাসে কয়েক এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। তার মধ্যে গুলশাখালী এলাকায় নৌকাডুবে এক শিশুসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল।

ভিডিও