চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে টিম ম্যানেজার মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সিজেকেএস বাস্কেটবল উপ-কমিটির সম্পাদক প্রসেনজিৎ রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব, বাস্কেটবল উপ-কমিটির চেয়ারম্যান আবদুল বারী। এছাড়া উপস্থিত ছিলেন বাস্কেটবল উপ-কমিটির সদস্য ইমরুল খায়েস ও দেবুরা হালদার। প্রতিযোগিতার নিয়মাবলি ও দিকনির্দেশনা উপস্থাপন করেন সাবেক জাতীয় খেলোয়াড় রুমেল রাশা। সভায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর নগরীর সাগরিকাস্থ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম সংলগ্ন কোর্টে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। অনুর্ধ্ব-১৯ বালক বিভাগ, পুরুষ বিভাগ ও মহিলা বিভাগ— এই তিন বিভাগে চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন বয়সের খেলোয়াড়রা অংশ নেবেন।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে আয়োজিত এই তারুণ্যের উৎসবের লক্ষ্য— নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং ইতিবাচক ক্রীড়া মনোভাব গড়ে তোলা। আয়োজকরা আশাবাদী, এই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে, যারা আগামীতে জাতীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে।