চট্টগ্রামে দীর্ঘদিন পর বড় পরিসরের ক্রিকেট আসর বসতে যাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি টি–২০ ক্রিকেট লিগ ২০২৫। ‘স্পোর্টিফাই ইভেন্টস’র আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নেবে ৬টি খ্যাতনামা ক্রিকেট ক্লাব।
লিগের ম্যাচগুলো হবে ফ্রাঞ্চাইজি মডেলে। প্রতিটি দল ডাবল লিগ পদ্ধতিতে খেলবে। মোট ম্যাচ সংখ্যা ১৫টি, এর মধ্যে ১২টি গ্রুপপর্ব, দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। প্রতিদিন সকাল ৯টা ও দুপুর ১টা ৩০ মিনিটে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও কেকেআরসি।
লিগ উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক ফজলে দাইয়ান। তিনি বলেন, ‘চট্টগ্রাম বাংলাদেশের ক্রিকেটের ঐতিহ্যবাহী কেন্দ্র। এখানে বহু আন্তর্জাতিক ও ঘরোয়া খেলা হয়েছে। কিন্তু দীর্ঘদিন কোনো বড় টুর্নামেন্ট হয়নি। এই লিগ একদিকে স্থানীয় ক্রিকেটারদের দক্ষতা প্রদর্শনের সুযোগ দেবে, অন্যদিকে দর্শকদেরও আনন্দ দেবে।’
ইতোমধ্যে প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে। চট্টগ্রামের শীর্ষ ২৭৫ জন ক্রিকেটারের তালিকা থেকে প্রতিটি দল ১৬ জন খেলোয়াড় বেছে নিয়েছে— এর মধ্যে ১২ জন চট্টগ্রাম প্রিমিয়ার লিগ এবং ৪ জন প্রথম বিভাগের খেলোয়াড়। প্রতি ম্যাচে অন্তত ২ জন প্রথম বিভাগীয় খেলোয়াড় রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
লিগের মোট বাজেট ১১ লক্ষ টাকা। এর মধ্যে ফ্রাঞ্চাইজিগুলো দিয়েছে ৬ লক্ষ টাকা, বাকি অর্থ দিচ্ছে স্পন্সর প্রতিষ্ঠানসমূহ— ফিটনেস বার, হাইটেক, কাই এলটেক গ্রুপ, হোটেল টাওয়ার ইন, এ্যাটরাস ট্রেডিং এজেন্সি, সিকো এরিনা, স্পোর্টস বাস্কেট ও আপটাউন স্পোর্টস। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা ও সুদৃশ্য ট্রফি, রানারআপ দল পাবে ৫০ হাজার টাকা ও ট্রফি। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ১,৫০০ টাকা ও ক্রেস্ট। এছাড়া সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার পাবেন ৫ হাজার টাকা করে এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ১০ হাজার টাকা ও ক্রেস্ট।
এন স্পোর্টস প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
সংবাদ সম্মেলনে ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় ফাইজান খান, মিজা শাহরিয়ার, মাহাবুবুর রহমান, শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, সরওয়ার আলম চৌধুরী মনি, শওকত হোসাইন, আলী আহসান রাজু, কোচ তপনসহ অংশগ্রহণকারী দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।