সর্বধর্ম সমন্বয় ও তাসাউফভিত্তিক সংগঠন সুফিবাদি সংস্কৃতি পরিষদ’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম শহরের পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে ইসলামি ভাবগম্ভীর পরিবেশে মিলাদ, কিয়াম, মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা দেলোয়ার হোসেন এবং নাত পরিবেশন করেন মাওলানা আকিব রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্যসচিব সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান। মোনাজাত পরিচালনা করেন মতি ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশিন হযরত শাহসুফি মাওলানা আব্দুল হালিম শাহ।
এতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ও গবেষক ড. মোহাম্মদ আবদুল আজিম শাহ, ইঞ্জিনিয়ার তিতুমির বান্না শাহ, খ.ম. জামাল উদ্দীন, সাংবাদিক মিঠুন চৌধুরী, বিকাশের বিভাগীয় কর্মকর্তা ইমন কল্যাণ ঘোষ, প্রাবন্ধিক কাজী আহসান ইকবাল মঞ্জু, মাওলানা রবিউল ইসলাম, শেকড়-এর প্রতিষ্ঠাতা এম এ হাশেম সিদ্দিকী, নিপকো বিল্ডার্সের চেয়ারম্যান মুহাম্মদ জামালউদ্দিন, আরএসপিএন বিল্ডার্সের পরিচালক ইঞ্জিনিয়ার আহমেদ ইনজামাম রিমেল, শাহজাদা সৈয়দ আসিফ কামাল প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদা আব্দুল করিম শাহ, আব্দুল হাকিম শাহ, শাহজাদা হাসানুল বান্না রাসমু, শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের আহসানুল্লাহ চৌধুরী বিভন, বলাই কুমার আচার্য, সাংবাদিক শ্যামল মজুমদার, প্রকাশক সঞ্জয় মজুমদার, মুহাম্মদ আদনান, শাহজাদা মাহির আহবাব, শাহজাদা মাওলানা আশির, শাহজাদা ফাইয়াজ করিম, জাহেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, শেখ ইনজামাম ইমেল, ইঞ্জিনিয়ার সাকিব, সৈয়দ হাসানুজ্জামান, খ. ম. ইয়াকিনসহ অনেকে।
বক্তারা বলেন, সমাজে শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠায় সর্বধর্মের মধ্যে সমন্বয় ও মহানবী (সা.)-এর আদর্শ চর্চা অপরিহার্য। মুসলিম উম্মাহ আজ পিছিয়ে পড়ার অন্যতম কারণ হলো রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ থেকে বিচ্যুতি। মহানবী (সা.) কেবল মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণ ও রহমতের জন্যই প্রেরিত হয়েছেন।
পরিশেষে মিলাদ, কিয়াম ও মোনাজাত শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।