নির্বাচনী ডামাডোলে সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে চূড়ান্ত হলো দিনক্ষণ। ৬ অক্টোবর ভোটের উৎসবে মেতে উঠবে ক্রিকেটাঙ্গন। সেদিন রাত ৯টার দিকে জানা যাবে নতুন সভাপতির নাম।
এবার নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের অধিনায়ক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দুজনেই হতে চান সভাপতি। ভোটের লড়াইয়ের আগে অবশ্য কথার লড়াইয়ে মেতেছেন তারা।
সোনারগাঁও হোটেলে পরিচালক পর্ষদের নির্বাচন শেষে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।
একনজরে বিসিবি নির্বাচনের তফসিল—
২২ সেপ্টেম্বর- খসড়া ভোটার তালিকা, ২৩ সেপ্টেম্বর- আপত্তি গ্রহণ, ২৪ সেপ্টেম্বর- আপত্তির ওপর শুনানি, ২৫ সেপ্টেম্বর- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৬-২৭ সেপ্টেম্বর- মনোনয়নপত্র বিতরণ, ২৮ সেপ্টেম্বর- মনোনয়নপত্র দাখিল, ২৯ সেপ্টেম্বর- যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা, ৩০ সেপ্টেম্বর- আপিল ও শুনানি, ১ অক্টোবর- প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা এবং ৬ অক্টোবর- নির্বাচন।