রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক আব্দুল আউয়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২

নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁ— এই তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ আব্দুল আউয়াল।

বদলি ও নিয়োগের এই আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর নতুন জেলা প্রশাসক করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নরসিংদীর ডিসি মোহাম্মদ রিয়াসাত আল ওয়াসিফকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

ভিডিও