চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঈগল পরিবহনের বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মনসা–বাদামতল এলাকার নয়াহাট গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকে।
নিহতের নাম মোহাম্মদ আরাফাত। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম নুরুল হোসেন।
ভুক্তভোগীর ভাই রিফাতুল ইসলাম বলেন, ‘আমার ভাই ঈগল বাসের চালক। আমি ওই বাসের হেলপার। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী সড়কে ছিলাম। উল্টো পাশ থেকে সৌদিয়া বাস আমাদের ধাক্কা দেয়। আমি নিজেও আহত হয়েছি।’
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।