রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

আনজুমান ট্রাস্টের সাবেক ভাইস প্রেসিডেন্ট সাবের আহমেদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫

গাউসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর খলিফা আলহাজ্ব নুর মোহাম্মদ আলকাদেরী (রহ.) এর কনিষ্ঠ সন্তান, আনজুমান ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন সাহেবের ছোট ভাই এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সাবের আহমেদ (সাবের) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

সোমবার বিকেল ৫টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন আওলাদে রাসূল (দ.) পীর-ই-বাংলা, সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)।

পরিবার, সহকর্মী ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

ভিডিও