চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নিয়েছে চার নবজাতক। এর মধ্যে দুইজন ছেলে ও দুইজন কন্যাশিশু। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়।
অপারেশনে নেতৃত্ব দেন চমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা বেগম। তিনি জানান, এটি কোয়াড্রাপলেট প্রেগন্যান্সি। একজন মা একই সঙ্গে চারটি সন্তান গর্ভধারণ করেছিলেন এবং নানা জটিলতা পেরিয়ে সুস্থভাবে সন্তান প্রসব করেছেন। শিশুদের প্লাসেন্টা ছিল কোয়াড্রিকোরিওনিক ও কোয়াড্রিএমনিওটিক। নবজাতকরা কম ওজন নিয়ে জন্ম নিলেও মা ও সন্তান বর্তমানে সুস্থ আছেন।
শিশুদের মধ্যে একজনের ওজন ১.৪ কেজি, আরেকজনের ১.৩ কেজি এবং বাকি দুইজনের ওজন ১.২ কেজি করে। যেখানে সাধারণত একটি সুস্থ নবজাতকের গড় ওজন হয় ২.৮ থেকে ২.৯ কেজি। বর্তমানে শিশুদের হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে।
গত দুই মাস ধরে ওই মা হাসপাতালে ভর্তি ছিলেন। তবে রোগীর নাম প্রকাশ করেননি চিকিৎসক।
উল্লেখ্য, এর আগে গত ২৭ এপ্রিল চমেক হাসপাতালে ফেনীর নাহিদা আক্তার রিক্তা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। এছাড়া ১০ মে নগরের একটি বেসরকারি হাসপাতালে কক্সবাজারের মরিয়ম একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন।