রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

আল্লামা সাবির শাহ্

‘দ্বীনি খেদমতের সাথে বিজ্ঞান শিক্ষাতেও ভূমিকা নেবে আনজুমান’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২

‘আনজুমান শুধু একটি প্রতিষ্ঠান নয়, এর অধীনে বহুসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি করেছে’— আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওলাদে রাসুল, পীর-এ বাঙ্গাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)।

শনিবার বাদে মাগরিব জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত এ মহাসমাবেশে আল্লামা সাবির শাহ্ বলেন, “শত বছরের দ্বীনি মিশন আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আনজুমান আগামী শতকে দ্বীনি শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে বিশ্বব্যাপী নেতৃত্ব দেবে।” তিনি ঘোষণা দেন, আনজুমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত করতে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড যাত্রা শুরু করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসুল সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ)। আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) বক্তব্য দেন। মনজুর আলম আনজুমানের শতবর্ষকে স্মারক হিসেবে ধরে রাখতে জামেয়ার মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে এক লক্ষ টাকা হারে শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেন।

এছাড়া অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, অভীক ওসমানসহ বিভিন্ন অতিথি বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী ও মাওলানা আবুল হাশেম।

হাজারো আশেকানদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ঐতিহাসিক আয়োজনের অংশ হিসেবে মাসিক তরজুমানের সুবর্ণ জয়ন্তী, গাউসিয়া কমিটির পুরস্কার বিতরণী এবং মহিলা কামিল মাদ্রাসার ১৬ তলা ভবনের জন্য অনুদান সংগ্রহ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্।

ভিডিও