রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

আলমাস সিনেমা হলে হবে আধুনিক ইনডোর স্পোর্টস কমপ্লেক্স

সিজেকেএস ক্লাব সমিতির মতবিনিময়ে উপদেষ্টা ফারুক-ই-আজম

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১

ক্রীড়াঙ্গনকে সচল করতে জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে অনুমোদিত ক্লাবসমূহের সংগঠন সিজেকেএস ক্লাব সমিতি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিজেকেএস কনভেনশন হলে মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীকের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাব সমিতির সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। ক্লাব সমিতির নেতারা বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় চট্টগ্রামসহ দেশের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। তাই দ্রুত নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ক্রীড়াঙ্গন সচল রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি জানান, ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাবগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের অনুমোদিত সিএসআর ফান্ড থেকে অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের মূল্যায়ন করতে হবে।

তিনি সুখবর জানিয়ে বলেন, চট্টগ্রামের আলমাস সিনেমা হলে অত্যাধুনিক বহুতল ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। এছাড়া সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, কাউন্সিলরসহ বিপুলসংখ্যক ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন।

ভিডিও