নতুন বাংলাদেশ বিনির্মাণে বিপ্লবের রক্ষাকবচ ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
শুক্রবার বিকালে চট্টগ্রাম পটিয়া সংসদীয় আসনের (পুরুষ-মহিলা) নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য কেবল মুখে স্বীকৃতি যথেষ্ট নয়। সংস্কার সম্পন্ন করতে হলে প্রস্তাবিত বিষয়ে একমত হওয়া, সেই আলোকে আইন তৈরি করা এবং তা বাস্তবায়ন করতে হবে। এজন্যই জামায়াতে ইসলামী বারবার জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। এই দাবি কেবল জামায়াতের নয়, বরং গণমানুষের দাবি।’
তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে বিভাজনের রাজনীতি চলবে না। পরাজিত হলে বর্জনের সংস্কৃতি থেকে বের হতে হবে। যখনই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাবে, তখনই জুলাই সংগঠিত হবে। যখনই চাঁদাবাজদের উদ্ভব ঘটবে বা আধিপত্যবাদীরা বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলবে, তখনই জুলাই বিপ্লব সামনে আসবে।’
অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পটিয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফরিদুল আলম, গাজী আসলাম, শাহজাহান মুহাম্মদ মহিউদ্দিন, আক্তার হোসেন, উপজেলা আমির জসিমউদ্দীন, পৌরসভা আমির সেলিম উদ্দিন এবং কালারপুল থানা আমির এস এম নাসির উদ্দীন।