নোয়াখালীর চরজব্বর থানার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি মো. ইউসুফকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নগরের ডবলমুরিং থানার বিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ নোয়াখালীর চরজব্বর থানার আবুল হোসেনের ছেলে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে ইউসুফকে প্রধান আসামি করে গত ৩০ জুলাই চরজব্বর থানায় একটি মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার তার অবস্থান নোয়াখালী এলাকায় শনাক্ত করা হয়। সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ইউসুফ তার স্ত্রী হত্যায় জড়িত বলে স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।