বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানার উদ্যোগে ৩৭নং ওয়ার্ডের আদর্শ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস. এম. লুৎফর রহমান, চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক কাউন্সিলর শফিউল আলম, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোছাইন, নগর কর্মপরিষদ সদস্য ও বন্দর থানা জামায়াতের আমির মাহমুদুল আলম চৌধুরী, ৩৭ নং পশ্চিম সাংগঠনিক ওয়ার্ড সভাপতি জাহেদুল ইসলাম এবং মুনির নগর ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাছান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগ ও বিপদ-আপদে জামায়াতের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।