শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ফলাফলের অপেক্ষা, কানায় কানায় পূর্ণ সিনেট ভবন

ঢাকা অফিস

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০

ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল জানার জন্য বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরি সিনেট ভবনে উপস্থিত হয়েছেন কয়েক শত শিক্ষার্থী, প্রার্থী এবং গণমাধ্যমকর্মী। এখানেই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

সিনেট ভবন থেকে প্রতিবেদক জানিয়েছেন, এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সিনেট ভবন। বাইরেও অনেকে অপেক্ষা করছেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে। তারা মাঝে মাঝে স্লোগানও দিচ্ছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে ভোট গণনা শেষ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন জানিয়েছেন, রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে। তবে সঠিক সময় জানানো সম্ভব হচ্ছে না এখনই।

ভিডিও