চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি প্রবীন শ্রমিক নেতা আলহাজ্ব এ এম. নাজিম উদ্দিন বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার স্বৈরাচারী হাসিনা সরকার বিরোধী আন্দোলনে অর্জিত ২য় স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌছে দিতে শ্রমজীবিদের ঐক্যবদ্ধ হতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্দ্ধগতি রোধ করতে তিনি বিগত সরকারের গড়া সিন্ডিকেট ভেঙ্গে দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি আরও বলেন বিগত ১৬ বছরের বৈষম্য ভোটারবিহীন নির্বাচন, উন্নয়নের নামে জনতার সম্পদ লুণ্ঠনকারী, চাঁদাবাজ, দখলবাজদের সর্বত্র প্রতিরোধ করতে হবে। খুনী হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় তিনি সকল দলের সমন্বিত প্রতিরোধের উদাত্ত্ব আহ্বান জানান। তিনি আজ ১৯ অক্টোবর বিকাল ৫ টায় দক্ষিণ বাকলিয়া ও বক্সির হাট ওয়ার্ড সাধারণ শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শ্রমিকনেতা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের পরিচালনায় ভেড়া মার্কেট চত্বরে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম রেজা, মোঃ নাছির, পটিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিম, সংগঠনের অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা কালাচাঁন, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, মোঃ সোবহান, আব্দুর রব মোল্লা, নুরুল আলম, আব্দুর রহিম, রফিকুল ইসলাম, এয়াকুব আলী, মোঃ রহিম, শাহাবুদ্দীন, মোঃ সবুজ, নুরুল হক, মোঃ বেলাল, শফিউল আলম, মনির হোসেন, এমরান মাঝি প্রমুখ।
ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অর্জিত ২য় স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে – নাজিম উদ্দীন
প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৪ ২:৩৯ : অপরাহ্ণ |
বিভাগ : চট্টগ্রাম মহানগর
58 বার