রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

জশনে জুলুছ সফল করায় প্রশাসনসহ জনতাকে ধন্যবাদ: সাবির শাহ্

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮

চট্টগ্রামে আয়োজিত ৫৪তম জশনে জুলুছ-ঈদে মিলাদুন্নবী (দ.) সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও কোটি জনতাকে ধন্যবাদ জানিয়েছেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আওলাদে রাসুল, পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার কনফারেন্স হলে আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ্ (মা.জি.আ) এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।

সভায় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগসহ সরকারি-বেসরকারি সংস্থা, বিশেষ করে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেন।

ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), ভাইস প্রেসিডেন্ট এ.কিউ.আই চৌধুরী, আমির হোসেন সোহেল, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, জামেয়ার চেয়ারম্যান আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, শায়খুল হাদীস হাফেজ সোলায়মান আনসারীসহ আরও অনেকে।

সভায় আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড অনুমোদন, ট্রাস্টের কার্যক্রমকে গতিশীল করতে উপ-কমিটি গঠন, দরসে নেযামী শিক্ষার মানোন্নয়ন, দাওয়াতে খাইরের কার্যক্রম সম্প্রসারণসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শুরুর আগে হুজুর কেবলা জামেয়া শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার মেডিকেল ক্লিনিক উদ্বোধন করেন। পরিশেষে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) বাংলাদেশ, মুসলিম উম্মাহ এবং আনজুমান-জামেয়া-গাউসিয়া কমিটির সঙ্গে সম্পৃক্ত সকলের জন্য বিশেষ দোয়া করেন।

ভিডিও