সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

দৈনিক আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব।

সোমবার (৮ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের পক্ষ থেকে আজাদীর সম্পাদক এম এ মালেককে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং ক্লাবের সদস্য ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা সালেহ নোমান, বাসসের সিনিয়র প্রতিবেদক মিয়া মো. আরিফ, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, বিজনেস বাংলাদেশের ব্যুরো প্রধান মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক আজাদসহ আরও অনেকে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব নেতৃবৃন্দ দৈনিক আজাদীর দীর্ঘ সাংবাদিকতা ঐতিহ্যকে স্মরণ করেন এবং সামনের দিনে পত্রিকাটিকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ভিডিও