শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সমঝোতায় পৌঁছে হাটহাজারীতে ১৪৪ ধারা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩

চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ-পরবর্তী উত্তেজনা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈঠকে সব পক্ষ সমঝোতায় পৌঁছেছে। এর ফলে এলাকায় জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষের প্রতিনিধি ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে— সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণ, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা, উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মীয় অনুষ্ঠানে শব্দদূষণসহ গণউপদ্রব নিরসনে স্বেচ্ছাসেবক টিম গঠন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলাম। উভয়পক্ষই সমঝোতায় এসেছে। তাই ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কয়েকটি সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’

ভিডিও