বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবীর গাড়ি বহরে হামলা হওয়া ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ আখ্যায়িত করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দলটির চেয়ারম্যানে আল্লামা এম.এ. মতিন এবং মহাসচিব অধ্যক্ষ আল্লামা স.উ.ম আবদুস সামাদ যৌথ এক বিবৃতিতে এই দাবি করেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ১৫০০তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করছে ধর্মপ্রাণ মুসলমানগণ। সেই সুযোগে একদল উগ্রতাবাদী সন্ত্রাসী হাটহাজারীর জশনে জুলুসে আগত নবীপ্রেমিক জনতার গাড়ীবহরে ইট, রড ও লাঠি দিয়ে হামলা চালিয়ে ঘাদঘাড়ি করে এবং ৫০ জনের অধিক মানুষ আহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি অনলাইনে ঘটনার বহু ভিডিওফুটেজ থাকা এবং গতবছরও একই এলাকায় জুলুসে হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে দলটি এটিকে পূর্বপরিকল্পিত সাম্প্রদায়িক ষড়যন্ত্র আখ্যা দিয়েছে।
ইসলামী ফ্রন্টের বিবৃতিতে আরো বলা হয়েছে, কওমী ঘরানার কোনো কিছু বা কয়েকজনের আচরণকে কেন্দ্র করে এই হামলা হয়েছে বলে দাবি ছড়িয়ে দেওয়া হচ্ছে— এটি ভিত্তিহীন অপপ্রচার। দলটি অভিযোগ করেছে যে কিছু উগ্রবাদী গোষ্ঠী গত কয়েকদিন ধরে জুলুসে হামলার জন্য উস্কানি দিচ্ছে এবং বিভিন্ন স্থানে লাঠি মিছিল দেখা গেছে; তাই তারা এটিকে দাঙ্গা বাঁধার পরিকল্পনা হিসেবে দেখছেন।
বিবৃতিতে শেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সরকারের কাছে দ্রুত ও বিচক্ষণ তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সকল পক্ষকে শীতলচেতা ও দায়িত্বশীল আচরণের অনুরোধ জানানো হয়।