শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৬৯০ শিক্ষার্থীর অংশগ্রহণে বান্দরবানে জমজমাট ক্ষুদে বিজ্ঞানীদের উৎসব

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে রোববার দিনব্যাপী অনুষ্ঠিত হলো ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী বিজ্ঞান মেলা। ‘কৌতূহল থেকে উদ্ভাবন’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

মেলায় ক্যান্টনমেন্ট পাবলিকের শিক্ষার্থীদের পাশাপাশি আরও পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। ৬৯০ জন শিক্ষার্থীর উপস্থাপিত ১৩৯টি প্রজেক্ট প্রদর্শিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর সমাজে নেতৃত্বের জন্য প্রস্তুত করাই এ আয়োজনের উদ্দেশ্য।

অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া জানান, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, শক্তি সাশ্রয় উদ্যোগ, বর্জ্য রিসাইকেল প্রযুক্তি, গ্যাস লিকেজ শনাক্তকরণ ব্যবস্থা, স্বয়ংক্রিয় অগ্নিনিয়ন্ত্রণ প্রভৃতি প্রজেক্ট দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। পাশাপাশি নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্ষুদে বিজ্ঞানী কর্নার মেলায় বাড়তি আনন্দ যোগ করেছে।

দিন শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভিডিও